ঘাটাইলে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান
এম.এস.এস.সৌরভ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
টাঙ্গাইলের ঘাটাইলে ওল্ড স্টুডেন্ট এসোসিয়েশন অব পাকুটিয়া পাবলিক হাই স্কুল এর উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি ও শ্রেষ্ঠ শিক্ষকদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়েছে। আজ (১৩ জানুয়ারি) শনিবার দুপুরে উপজেলার পাকুটিয়া স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকার কেন্সাস ইউনির্ভাসিটির অধ্যাপক ড. বিমল কান্তি পাল।
ওল্ড স্টুডেন্ট এসোসিয়েশন অব পাকুটিয়া পাবলিক হাই স্কুলের সভাপতি ড. আব্দুস সামাদ এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুটিয়া পাবলিক স্কুল এন্ড কলেজের সাবেক প্রধান শিক্ষক এস এম শাহাদত হোসেন, সাবেক প্রধান শিক্ষক গোপাল চন্দ্র ভদ্র প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন ওল্ড স্টুডেন্ট এসোসিয়েশন অব পাকুটিয়া পাবলিক হাই স্কুলের সহ-সভাপতি মো, হায়দার আলী।
পরে ৩৫ জন মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি ও ৮ জন শ্রেষ্ঠ শিক্ষকের মধ্যে ক্রেস্ট প্রদান করেন অতিথিবৃন্দ।
শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন ঘাটাইলডটকমের স্টাফ রিপোর্টার ও দৈনিক শিক্ষার ঘাটাইল প্রতিনিধি এবং ঝুনকাইল আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মাসুম মিয়া।
কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।