ঘাটাইলে মৎস্য সপ্তাহের উদ্ভোধন
এম.এস.এস.সৌরভ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
সারাদেশের ন্যায় টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্ভোধন করা হয়েছে ৷
‘মাছ চাষে গড়বো দেশ, বদলে দেব বাংলাদেশ’-এ শ্লোগান কে সামনে নিয়ে গতকাল বুধবার সকালে ঘাটাইল উপজেলা মৎস্য অধিদপ্তর কতৃক আয়োজিত মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়। জাতীয় মৎস্য সপ্তাহের উদ্ভোধন করেন উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান সামু। এসময় তিনি উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত করে মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন ঘোষনা করেন ৷ এরপর উপজেলা মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আবুল কাশেম মুহাম্মদ শাহীন , বিআরডিবির চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু, পৌর মেয়র শহিদুজ্জামান খান শহিদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল হালিম, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী, মৎস্যজীবি, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
- কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।