ঘাটাইলে কিশোরের লাশ উদ্ধার
মোঃ সবুজ সরকার সৌরভ, ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
টাঙ্গাইলের ঘাটাইলে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। ২৮শে জানুয়ারি (শুক্রবার সকালে ঘাটাইল থানাধীন সরাবাড়ী (চেগার) গ্রামে লাশটি উদ্ধার করা হয়। নিহত মাহাবুল (১৩) সখিপুরের ঘরবাড়ি গ্রামের প্রবাসী ফারুক হোসেনের ছেলে।
এলাকাবাসীর সুত্রে জানাযায়, সকালে লাশের গলায় ওড়না পেঁচানোব অবস্থায় লাশটি পাওয়া যায়। নিহত মাহাবুল সখিপুর রৌহা মাদ্রাসার ছাত্র। মাদ্রাসা বন্ধ থাকায় গতকাল ইজিবাইক নিয়ে ঘাটাইল থানাধীন দেওপাড়া তার মামার বাড়িতে আসে। গতকাল দুপুর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। ধারনা করা হচ্ছে গতরাতে দুস্কৃতিকারীরা মাহবুল কে হত্যা করে ইজিবাইক ছিনতাই করে লাশ ফেলে চলে যায়।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাহারুল ইসলাম সরকার (পিপিএম) বলেন, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এবং মামলা প্রক্রিয়াধীন আছে।