ঘাটাইলের গৃহবধু পুড়িয়ে হত্যা মামলায় ঢাকা থেকে আটক ৩
মোঃ সবুজ সরকার সৌরভ, ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
টাঙ্গাইলের ঘাটাইলে গৃহবধু আগুনে ঝলসে মৃত্যুর ঘটনায় তিনজনকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। সোমবার
(১৯ আগস্ট) রাতে ঢাকার রুপগঞ্জ থানাধীন আসামীর আত্মীয় শাহালমের বাড়ি থেকে গ্রেফতার করে ঘাটাইল থানা পুলিশ।
আটককৃতরা হচ্ছেন, আলম (৩০), সজীব (২৫) ও সাথীর শাশুরী নুর নাহার বেগম (৫৫)।
মামলার তদন্তকারী ঘাটাইল থানা পুলিশের উপ-পরিদর্শক মো: হাসান-উদ-দৌলাহ সাংবাদিকদের জানান, ২০ জুলাই ভোরে ঘাটাইলের ধোপাজানি গ্রামের আলমের স্ত্রী সাথীর (২৪) গায়ে পেট্রোলের আগুনে ঝলসে গিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ ঘটনায় থানায় মৃতের বাবা হাফিজুর রহমান বাদী হয়ে ৩ জনকে আসামী করে একটি মামলা করেন। ঘটনার পর আসামীরা আত্মগোপনে চলে যায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে ঢাকার রুপগঞ্জ থানাধীন আসামীর আত্মীয় শাহালমের বাড়ি
থেকে গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদের জন্য আটককৃতদের সাত দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।