চিরিরবন্দরে রোহিঙ্গা নির্যাতন বন্ধে মানববন্ধন
দিনাজপুর প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
দিনাজপুরের চিরিরবন্দরে মায়ানমারের রোহিঙ্গা হত্যা ও নির্যাতন বন্ধন করেছে চিরিবন্দর বিএনপি ও এর অঙ্গ সংগঠক দল। আজ ৮ সেপ্টেম্বর শুক্রবার উপজেলা সদর রাস্তায় খানসামা-চিরিরবন্দর আসনের সাবেক বিএনপি এমপি আখতারুজ্জামানের নেতৃত্বে এ মানববন্ধন পালন করা হয়। মানববন্ধনে বক্তারা মায়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর চলমান সহিংসতা বন্ধে বর্তমান সরকারের প্রতি আহবান করে। সেই সাথে মায়ানমারের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে কঠোর পদক্ষেপ নেয়ারও আহবান করা হয়। পরে চিরিরবন্দর থানা পুলিশের বাধার মুখে মানববন্ধনটি শেষ হয়।
- কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।