সেলিনা জাহান প্রিয়ার কবিতা-চোখের গোপন ডায়রি
চোখের গোপন ডায়রি
—————————-সেলিনা জাহান প্রিয়া
তোমার চোখের চাউনি তে
তোমাকে বুঝে নেওয়া অভিমান লুকিয়ে
তোমার হাসিটাই না হয় দেখে যাই নিঃশব্দে
মাঝে মাঝে একটু খানি ছুয়ে যাও আমায়
না হয় সামনে বসে কিছুকথা বলে যাও হেসে
আমি আনমনা হয়ে ভাবি কেন তুমি এমন?
আমার চোখের বেহিসাবি রাগ
তোমার চোখের দিকে কিছুক্ষন তাকিয়ে থেকে,
অনেক ভাললাগার ভিতরে বিরক্তির কারণ হয়ে উঠি
তোমার কাছে থাকার অনূভূতি আমাকে নেশার মত
আকড়ে থাকে অনেকগুলো মান অভিমান অন্তঃদন্দ!
তুমি আমার খুব গোপনে লুকিয়ে রাখা ডায়রির গদ্য
তুমি আমার দিনের শেষে নেমে আসা রাতের কল্পনা
তুমি আমার বলতে না পারা রাঙা চোখের চাউনি।
অজানা কত সারারাত তোমায় ভেবে একাকী হাসি
তোমায় ছাড়া তোমাকে ভাবতে হবে তা মেনে নিয়েছি!
ভালবাসা কি আমি বুঝিনা ? বুঝতে চাইনা কোন দিন
কিন্তু অবাক হই কখন জানো ? যখন রাস্তা পার হতে গিয়ে
আমি দাড়িয়ে পড়ি না মনের একান্ত কোন ভয়ে
তোমার হাত ধরে পাড়ি দেই ব্যস্ত রাস্তা অজানা বিশ্বাসে
তুমি সাথে আছো তো এমন বিশ্বাসে ভয় সব পালায়।।
তোমাকে কতটা বিশ্বাস করি জানো?
যখন আমি নিশ্চত জানি তুমি মিথ্যা বলছো
তখনও ভাবি হয়ত সেটা অমারই ভূল!!
কতটা বিশ্বাস করি জানো?
যখন তুমি অকারণে আমাকে কষ্ট দাও
আর আমি কষ্ট গুলো হাসি দিয়ে তোমায় সুখি করি
প্রতিদিন একটু একটু করে এ বিস্বাস গাঢ় থেকে গাঢ় হচ্ছে,
জানি কোনদিন কেউ আসবেনা আমার এ বিস্বাস ভাঙ্গাতে
তোমার চোখের চাউনি তে
তোমাকে বুঝে নেওয়া অভিমান লুকিয়ে ——
গোধুলির আবির রংয়ে আমি আর কাব্যিক হই।
কবিতার খাতা হাত দিয়ে স্পর্শ করি মনের কল্পনা
লেখা হয় না কোন গল্প তোমাকে ছাড়া আমার কবিতায়
সেই বাধ ভাঙ্গা হাসিটাও চোখের সামনে হেসে উঠে বার বার
এখন ভাবছি বদলে গেছি!
হ্যা অমার মাঝে আমি আজ তোমাকেই খুজে পাই…
দ্বিপ্রহর রাতে পৃথিবীর সুখী মানুষেরা যখন ঘুমের রাজ্যে স্বপ্ন দেখে
ঠিক সেই সময়ে আমি রাত জেগে তুমি থেকে কোটি মাইল দুরে,