মোল্লা মো: জমির উদ্দিন এর কবিতা- চোরের আত্নবিলাপ
চোরের আত্নবিলাপ
-মোল্লা মো: জমির উদ্দিন
আমি চোর
কানে ধরে মাপ চাই
মনে শান্তি নাই
দেশের টাকা বিদেশ এনে
সুখ নাইরে সুখ নাই
স্ত্রী সন্তান বেগম পাড়া
আমি থাকি দেশে।
চুরি করার দায়ে
স্বদেশ আমার
বিদেশ বিদেশ লাগে
চুরির টাকায়
সুখ নাইরে সুখ নাই।
৬০০ কোটি টাকা হলে
চাঁদে যাওয়া যায়
অনেক আমলা
হাজার কোটি টাকা নিয়ে
বিদেশে পালায়।
শিশুকালে স্কুলে যেতাম
মাড়িয়ে কাঁদা জল
সেই স্মৃতিটাও ভুলে
এলাকার কেউ রাখবেনা
আমায় মনে।
আজও দেখি
শিশুগুলো স্কুলে যায়
সাতরে ওপার
শাখা নদের পারে
দিতেম যদি নিজের নামে
ছোট্ট সাখো করে।
আজকে আছি অবসরে
শিশুকালটা খুব মনে পড়ে
ক্ষমা চাইতেও সড়ম লাগে
চুরির টাকায় বিদেশ আছি
বড় আয়েশ করে
চোরের আত্নবিলাপ
কারো চোখে নাহি পড়ে! !