জঙ্গি হামলায় আহত র্যাবের গোয়েন্দা প্রধান মারা গেছেন
অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
সিলেটের আতিয়া মহলে জঙ্গি আস্তানায় প্যারা কমান্ডোর জঙ্গি বিরোধী অভিযানের সময় দক্ষিণ সুরমার গোটাটিকর মাদ্রাসার সামনে পুলিশ চেকপোস্টের কাছে বোমা বিস্ফোরণে গুরুতর আহত র্যাবের গোয়েন্দা শাখার প্রধান লে. কর্নেল আবুল কালাম আজাদ চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শুক্রবার রাত ১টার দিকে তার মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেন কর্নেল আজাদের শেলক ডা শিমুল আহমেদ।
এরআগে গত শনিবার সন্ধ্যা ৭টার দিকে আতিয়া মহলে প্যারা কমান্ডোর জঙ্গিবিরোধী অভিযানের সময় দক্ষিণ সুরমার গোটাটিকর মাদ্রাসার সামনে পুলিশ চেকপোস্টের কাছে বোমা বিস্ফোরণে আহত হন র্যাবের গোয়েন্দা শাখার প্রধান লে. কর্নেল আবুল কালাম আজাদ। ঘটনার পর তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন তিনি। শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় রাতে বিমান বাহিনীর হেলিকপ্টারে তাকে ঢাকায় আনা হয়। সেখানে তার অবস্থা আরো খারাপ হওয়ায় রোববার সন্ধ্যায় তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সিঙ্গাপুরে তার অবস্থার কোনো পরিবর্তন না হওয়ায় ফের দেশে ফিরিয়ে আনা হয়।