সাজেদা রানীর কবিতা-জাতির পিতা
জাতির পিতা
—————- সাজেদা রানী
মা যেমন সন্তান বড় করার জন্য
হাজার কষ্ট সহ্য করে,
মুজিব তুমি নিজের দেশের জন্য
মাতৃভাষা পাবার জন্য করেছো
কত কষ্ট আর সংগ্রাম।
শত শত মুক্তিযোদ্ধা শহিদ হয়েছে
হারিয়েছে শত নারী সম্মান।
তবু তুমি হাল ছারোনি,গেয়ে
গেছো জয়ের গান।
তুমার ভালোবাসার তাগিদে
সাহসীকতা আর সংগ্রামের তাগিদে,
বাংলা ভাষা স্বীকৃতী পেয়েছে,
পেয়েছে এক নতুন প্রান।
জন্ম দিয়ে কেউ জন্ম দাতা হয়না
যদি না কর্ম না করে,
মুজিব তুমি আমাদের জাতির পিতা
তুমার কারনে সুখে আছে সারা বাংলা।
নদী যেমন বয়ে চলে আপন মনে
মুজিব তুমিও যুগ যুগ বেঁচে থাকবে
বাংলার প্রতিটা মানুষের মনে।
যত দিন লাল সবুজের পতাক উরবে
ততোকাল বাঙালীর অন্তরে
লালিত হবে জাতির পিতা –
শেখ মুজিবুর এর নাম।