জাতীয়করন গেজেটে খানসামা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
দিনাজপুরের খানসামা উপজেলা সদরে অবস্থিত খানসামা পাইলট উচ্চ বিদ্যালয় সরকারি গেজেট ঘোষনায় জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী জনাব আবুল হাসান মাহমুদ আলীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন উপজেলার সর্বস্তরের সাধারণ মানুষ। ১৩.১৪ একর জমির উপর প্রতিষ্ঠিত এবং বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা ৬৭৩ জন। ১৯৫০ সালে প্রতিষ্ঠিত হওয়া শিক্ষা প্রতিষ্ঠানটিতে অধ্যয়নরত ছিলেন ঠাকুরগাও সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আনোয়ার হোসেন, শিল্প মন্ত্রনালয়ের প্রাক্তন সচিব আ: সামাদ, পানিসম্পদ মন্ত্রনালয়ের সাবেক অতি: সচিব ভীমচরন রায় এবং আরো অনেকে।
আজ ১৩ সেপ্টেম্বর জাতীয়করণের গেজেট জারি হওয়ায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক হোসেন সরকার পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, খানসামার মানুষের স্বপ্ন সত্যি হলো।