জিজ্ঞাসাবাদ শেষে রমনা থানায় জি কে শামীম
অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় জিজ্ঞাসাবাদ শেষে এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমকে রমনা থানায় স্থানান্তর করা হয়েছে।
রোববার (৩ নভেম্বর) সন্ধ্যা ৫টা ৪৭ মিনিটে তাকে রমনা থানা পুলিশের কাছে স্থানান্তর করা হয়। সেখান থেকে সোমবার (৪ নভেম্বর) সকাল দশটায় জিজ্ঞাসাবাদের জন্য দুদক কার্যালয়ে আনা হবে জি কে শামীমকে।
এর আগে সকাল ১১টা ২৫ মিনিটে দুদকের তদন্ত কর্মকর্তাদের সমন্বিত একটি প্রতিনিধিদল কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের উদ্দেশ্যে রওনা করেন জি কে শামীমকে আনার জন্য। দুদকের তদন্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, আজ থেকে আগামী সাত দিন তাকে নিয়মিত জিজ্ঞাসাবাদ করা হবে। দুদকের দায়ের করা মামলায় ১০ দিনের জিজ্ঞাসাবাদের আবেদন করা হলে আদালত সাত দিনের আবেদন মঞ্জুর করেন।
জিকে শামীমের বিরুদ্ধে মামলা করেন দুদকের উপ-পরিচালক মো. সালাউদ্দিন । গত ২১ অক্টোবর দুদকের সমন্বিত ঢাকা জেলা কার্যালয়-১ এ জিকে শামীমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।