জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ নারী দল
বাংলাদেশ নারী ক্রিকেট দলের সামনে পাত্তাই পেলো না জিম্বাবুয়ে নারী ক্রিকেট দল। জাহানারা আলমের নেতৃত্বে প্রথম টি-টোয়েন্টিতেই সফরকারীদের ৩৫ রানে হারালো তারা। এতে দুই ম্যাচের সিরিজের ১-০ ব্যবধানে এগিয়ে গেলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। জিম্বাবুয়ের পুরুষ ক্রিকেট দলকে বাংলাদেশ পুরুষ দল নাস্তানাবুদ করার পর এবার বাংলাদেশের নারী ক্রিকেট দলও দারুণ সূচনা করলো। সালমা খাতুনকে সরিয়ে চলতি সিরিজে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেয়া হয় জাহানারা আলমকে। আর দলের নেতৃত্ব নিয়ে শুরুতেই চমক দেখালেন তিনি। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটে পাঠায় জিম্বাবুয়ে। এতে বাংলাদেশ নারী দল মাত্র ৩ উইকেট হারিয়ে ১২৫ রান সংগ্রহ করে। জবাবে বাংলাদেশী বোলারদের তোপে পড়ে ৮ উইকেটে ৯০ রান করতে পারে জিম্বাবুয়ে নারী দল। জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ২৯ রান করেন শারনি মায়ার্স। এছাড়া তাদের ৬ জন ব্যাটসম্যানের রান দুই অংকের কোঠা পার হয়নি। বাংলাদেশর লেগ স্পিনার রুমানা আহমেদ ১১ রানে সর্বোচ্চ ৩ উইকেট নেন। এছাড়া সাবেক টি-টোয়েন্টি ও বর্তমান ওয়ানডে অধিনায়ক সালমা খাতুন ১৮ রানে নেন ২ উইকেট। এর আগে বাংলাদেশর উদ্বোধনী দুই ব্যাটসম্যানই দারুণ সূচনা এনে দেন। আয়েশা রহমান ও শারমিন আখতার উদ্বোধনী জুটিতে ১৩.৪ ওভারে ৭৬ রান যোগ করেন। শারমিন ৪৫ বলে ৩৫ রানে ফেরার পর আয়েশা রহমান ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি ফিফটি তুলে নেন। তিনি ৫ চারে ৫৪ বলে করেন ৫০ রান। দ্বিতয়ি উইকেটে ফারজানা হকের সঙ্গে ৪৯ রানের জুটি গড়েন তিনি। ফারজানা ২১ বলে ৩২ রানে অপরাজিত থাকেন। এদিন জিম্বাবুয়ের বোলারদের পাত্তাই দেয়নি বাংলাদেশর ব্যাটসম্যানরা। তাদের হারানো একটি উইকেটও জিম্বাবুয়ের বোলাররা নিতে পারেনি। তিনজন ব্যাটসম্যানই আউট হন রানআউট হয়েছে। তাও আবার শেষ দুই উইকেট হারায় ইনিংসের শেষ দুই বলে। ১৯.৫ ওভারে আয়েশা রহমান রানআউট হয়ে ফেরার পর ইনিংসের শেষ বলে রিতু মনিও কোনো রান না করে রানআউট হয়ে ফেরেন। সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি একই মাঠে বৃহস্পতিবার।