জিয়াউর রহমানের ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জিয়া পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত
আর কে আকাশ, পাবনা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
পাবনায় বিএনপি’র প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টায় জিয়া পরিষদ পাবনা জেলা শাখার উদ্যোগে পিসিসিএস রেস্টুরেন্টে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জিয়া পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি প্রফেসর ড. জাকির হোসাইনের সভাপতিত্বে জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন ও আদর্শ নিয়ে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মেরিন চিফ ইঞ্জি. আহসান-জান চৌধুরী, সহ-সভাপতি প্রকৌশলী শামসুর রহমান প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর দিনটিকে বাংলাদেশের জন্য শোকাবহ দিন উল্লেখ করে বলেন, চলমান সংকটে জিয়ার প্রদর্শিত পথ ও আদর্শ বুকে ধারণ করে সামনে এগিয়ে যাওয়ার কোনও বিকল্প নেই।
এ সময় বক্তারা আরও বলেন, বহুদলীয় গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হলে আন্দোলন সংগ্রাম করে কারাবন্দি খালেদা জিয়াকে মুক্ত করে আনতে হবে।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক মির্জা সিদ্দিকুল ইসলাম ফরিদ।