জোট-ঐক্যফ্রন্টের জন্য ৬০টির বেশি আসন নয়: ফখরুল
অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০ দলীয় জোট এবং জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দলগুলোর জন্য ৬০টির বেশি আসন ছাড়ছে না বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২৭ নভেম্বর) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের প্রার্থীদের মনোনয়ন চিঠি বিতরণকালে একথা বলেন তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, ‘জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোট মিলে ৬০টির বেশি আসন হবে না। তবে পরবর্তীতে সঠিক সংখ্যা জানতে পারবেন।’
এটা এদিক সেদিক হতে পারে। এছাড়া এখন পর্যন্ত বিএনপি ৮০০ মনোনয়ন চিঠি বিতরণ করছে বলে জানান ফখরুল।
মির্জা ফখরুল জানান, জামায়াত ছাড়া ২০ দলকে ১৫টি আসন ছাড়া হয়েছে এখন পর্যন্ত। তবে ঐক্যফ্রন্টকে কতটি ছাড়া হয়েছে তা জানাননি তিনি।