ইংল্যান্ড ম্যাচ ঘিরে জোরদার নিরাপত্তা চট্টগ্রামে
স্পোর্টস ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডি.কম
চট্টগ্রামে স্বাগতিক বাংলাদেশের সঙ্গে ইংল্যান্ডের তৃতীয় ওয়ানডে, একটি টেস্ট ম্যাচ ও সাতটি অনুশীলন ম্যাচকে সামনে রেখে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিয়েছে পুলিশ।
আজ রোববার সকালে নগরীর জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম ও পাঁচতারকা হোটেল র্যাডিসনে নিরাপত্তাব্যবস্থার মহড়া দেয় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। এ সময় খেলোয়াড়দের হোটেল থেকে আনা, স্টেডিয়াম থেকে হোটেলে পৌঁছে দেওয়া, আবাসন ব্যবস্থা, খেলা চলাকালীন মাঠের নিরাপত্তাসহ নানা দিক নিয়ে মহড়ায় অংশ নেন সিএমপির সদস্যরা। মহড়ায় নেতৃত্ব দেন অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টাচার্য।
চট্টগ্রামে আধুনিক সুযোগ-সুবিধা নিয়ে নির্মিতব্য আন্তর্জাতিক মানের হোটেল র্যাডিসনে থাকবেন দুই দেশের খেলোয়াড়রা।
আগামীকাল সোমবার একটি বেসরকারি বিমানে চট্টগ্রাম আসবে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী ইংল্যান্ড দল। ১২ অক্টোবর জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডে ক্রিকেট ম্যাচ এবং ২০ অক্টোবর থেকে একই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে একটি টেস্ট ম্যাচ।
সিএমপি কমিশনার ইকবাল বাহার জানান, বাংলাদেশ-ইংল্যান্ড ক্রিকেট ম্যাচকে ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।