টাঙ্গাইল কুরতুবী ক্যাডেট মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান
বিশেষ প্রতিনিধি, টাঙ্গাইল । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
শিক্ষার্থীদের মনোমুদ্ধকর হাম্দ-নাদ, ইসলামী সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে টাঙ্গাইল কুরতুবী ক্যাডেট মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রতিষ্ঠানের একাডেমিক ক্যাম্পাস সাবালিয়ায় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে অনুষ্ঠিত এ বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কুরতুবী ফাউন্ডেশনের চেয়ারম্যান হারুনুর রশীদ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা লায়লা খানম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষা অফিসার আবুল কাসেম মিঞা, পৌরসভার সাবেক কমিশনার জাহাঙ্গীর হোসেন, টাঙ্গাইল মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শ্ক্ষিক আনোয়ার হোসেন খান, ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর ওবায়েদুর করিম বাবলু। এছাড়া অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুরতুবী ক্যাডেট মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আব্দুল হামিদ।
বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দেলদুয়ার সৈয়দ মহব্বত আলী ডিগ্রি কলেজের প্রভাষক ড. মুহাম্মদ আব্দুল জলিল, কোদালিয়া জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল্লাহ আল মামুন,সাবালিয়া আদর্শ জামে মসজিদের খতিব মাওলানা নজরুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানে গত বছরের পিএসসি, জেএসসি, দাখিল, এবং জাতীয় হিফজ প্রতিযোগীতায় সর্বোচ্চ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। জেলা পর্যায়ে হিফজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন দৈনিক প্রগতির আলোর সম্পাদক আনোয়ার সাদাৎ ইমরানের জৈষ্ঠ্য পুত্র আশিক আনোয়ার হিমেল। প্রতিষ্ঠানের সকল বিভাগের শিক্ষার্থী এবং অভিভাব্কবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন।
বিভাস কৃষ্ণ চৌধুরী/বিশেষ প্রতিনিধি/টাঙ্গাইল
ছবি: আবু রায়হান