টাঙ্গাইল সদর উপজেলায় বাংলা ড্রেজার ও বেকু দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন! ব্রীজ’সহ জনবসতি হুমকির মুখে
মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
টাঙ্গাইল জেলার সদর উপজেলা কাতুলি ইউনিয়ন পরিষদ ব্রিজ সংলগ্ন দু’টি ড্রেজার ও তিনটি বেকুদিয়ে অবৈধ ভাবে দিনরাত বালু উত্তলন করার ফলে ব্রিজ ঝুকির মুখে পড়েছে। এলাকাবাসী রয়েছে আতংকের মাঝে।
যদি এই ব্রিজ ভেঙ্গে পরে তাহলে প্রায় ২০লক্ষ লোকের যাতায়াতে বিঘœ হবে। সংশ্লিষ্ট এলাকার মানুষের ব্যবসা-বানিজ্য অনিশ্চিত হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। সিলিমপুর ইউনিয়ন সুবর্ণতলি গ্রামে ধলেশ্বরী নদীতে আঁড়াআড়ি বাধ দিয়ে বাংলা ড্রেজার বসিয়ে বাণিজ্যিক ভিত্তিতে অবৈধভাবে দিনরাত বালু উত্তোলন প্রভাবশালী কয়েকজন। প্রভাব খাটিয়ে ১৫-১৬দিন যাবত ওই বাংলা ড্রেজার চালাচ্ছে তারা। তাদের ভয়ে এলাকার কেউ মুখ খুলতে সাহস পায়না। প্রমাসনও অনৈতিক কারনে নিরব ভূমিকা পালন করছে।
স্থানীয়রা জানায়, অবৈধভাবে বালু উত্তোলনের কারণে জনবসতি ও ব্রিজটি ঝুকির মুখে। নদী সংলগ্ন মানুষ এবং এলাকাবাসীর দাবি কর্তৃপক্ষ যেন দ্রুত এর যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন।