টাঙ্গাইল-৮ আসন আহমেদ আজম খান জাতীয় ঐক্যফ্রন্টের জন্যে ছেড়ে দিলেন
আনোয়ার পাশা, সখীপুর (টাংগাইল) বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনটি বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান জাতীয় ঐক্যফ্রন্টের জন্যে ছেড়ে দিলেন ।এই আসনে ঐক্যফ্রন্টের এমপি প্রার্থী হয়েছেন কৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, তার মেয়ে কুঁড়ি সিদ্দিকী এবং কৃষক শ্রমিক জনতালীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীরপ্রতীক।
আহমেদ আজম খান দীর্ঘ সময় রাজনীতি করে অনেক ত্যাগ স্বীকার করেছেন। তার স্বপ্ন ছিল নিজ এলাকার এমপি হওয়া। কিন্তু সেই স্বপ্ন এবারও পূরণ হচ্ছে না তার। তিনি এই আসন থেকে বিএনপির টিকিটে দুইবার নির্বাচন করে উল্লেখ্যযোগ্য ভোট পেয়ে হেরে যান। তিনি বর্তমানে বিএনপির ভাইস চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন। তিনি এক সময় বিএনপি চেয়ারপাসনের রাজনীতিক উপদেষ্টা ও টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতির দায়িত্বেও ছিলেন।
জেলা বিএনপির সভাপতি কৃষিবিদ শামছুল আলম তোফা বলেন, এই আসনটি ঐক্যফ্রন্টের জন্য দেওয়া হয়েছে। সেই কারণে আহমেদ আজম খান আসনটি থেকে বাদ পড়েছেন।