টাঙ্গাইলসহ সারা দেশকে মাদক ও জঙ্গীমুক্ত করা হবে-পুলিশ সুপার
মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেছেন,‘টাঙ্গাইলসহ সারাদেশকে মাদক ও জঙ্গীমুক্ত করা হবে।’ আজ শনিবার দুপুরে গোপালপুর থানা আয়োজিত মাদক ও জঙ্গী বিরোধী সূধি সমাবেশে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) মোঃ আহাদুজ্জামান মিয়া। থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসান আল মামুন এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার দিলরুবা শারমিন, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান (ছোট মনির), মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার মুক্তা, পৌরমেয়র রকিবুল হক ছানা, উপজেলা আওয়ামীলীগ সভাপতি হালিমুজ্জামান তালুকদার, উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের আহবায়ক অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সোবহান তুলা, আলমনগর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, নগদা শিমলা ইউপি চেয়ারম্যান এম হোসেন আলী, হেমনগর ইউপি চেয়ারম্যান রওশন খান আইয়ুব, ঝাওয়াইল ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, সহকারি শিক্ষক শামিমা ইয়াসমিন ঝর্ণা প্রমূখ।