টাঙ্গাইলে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৭টি ড্রেজার জব্দ ও ধ্বংস করেছে ভ্রাম্যমান আলাদত
মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় নদী থেকে অবৈধভাবে বাংলা ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় ৬টি ড্রেজার ধ্বংস ও একটি ড্রেজার জব্দ করেছে ভ্রাম্যমান আলাদত।
টাঙ্গাইল সদর উপজেলার এলেংজানী ও ধলেশ্বরী নদীতে দিনব্যাপী এ অভিযান পরিচালনা করেন টাঙ্গাইল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুখময় সরকার।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সুখময় সরকার বলেন, টাঙ্গাইল সদর উপজেলাধীন চারাবাড়ী ও পোড়াবাড়ী এলাকার জনগণের অভিযোগের প্রেক্ষিতে মোবাইল কোর্টের অভিযানের মাধ্যমে চারাবাড়ী ও পোড়াবাড়ীতে ছয়টি ড্রেজার জব্দ করে ধ্বংস করেছি। আরেকটি ড্রেজার জব্দ করে ইউনিয়ন পরিষদের সচিবের জিম্মায় রেখেছি। পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের এই অভিযান অব্যহত থাকবে।