টাঙ্গাইলে ইউপি নির্বাচনে ৩টি বিএনপি, ৩টি স্বতন্ত্রপ্রার্থী ও ১টি আ.লীগ জয় পেয়েছে
অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
টাঙ্গাইলের তিনটি উপজেলার আটটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রতীকে বিএনপি ৩টি, স্বতন্ত্র ৩টি ও আওয়ামী লীগ ১টিতে জয় লাভ করেছে।
টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদ নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থী মাজেদুর রহমান তালুকদার ৪২৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি আওয়ামী লীগের গোলাম সরোয়ার জাহান ৪২১৮ ভোট পেয়েছেন।
কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মো. হাসমত আলী ৬৫৩৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি আওয়ামী লীগের রিয়াজ উদ্দিন পেয়েছেন ৩৭১৭ ভোট।
ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন, বিএনপির প্রার্থী এজাহারুল ইসলাম ভুইয়া, রসুলপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এমদাদুল হক সরকার, সন্ধানপুর ইউনিয়নে বিএনপির প্রার্থী মো. শহিদুল ইসলাম শহিদ, সংগ্রামপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আব্দুর রহিম মিয়া ও লক্ষীন্দর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী একাব্বর আলী বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন।
সাগরদিঘী ইউনিয়নে সোনামুড়ি গুপ্ত বৃন্দাবন কেন্দ্রে একজন নিহত হওয়ার ঘটনায় কেন্দ্রটি স্থগিত হওয়ায় এই ইউনিয়নের ফলাফল ঘোষিত হয়নি।