টাঙ্গাইলে চিকিৎসকের শাস্তির দাবিতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান
মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন মুক্তিযোদ্ধার সনদ ছিঁড়ে ফেলার ঘটনায় জড়িত ডাক্তার শহীদুল্লাহ কায়সার এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে টাঙ্গাইলে রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধারা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। এরপর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
টাঙ্গাইল শহীদ মিনার প্রাঙ্গণে ৩ ডিসেম্বর মঙ্গলবার এ প্রতিবাদ কর্মসূচী পালন করা হয়।
এ সময় স্থানীয় মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান ও স্বাধীনতার স্বপক্ষের শক্তির লোকজন অংশগ্রহন করেন। এ সময় মানববন্ধন ও সামাবেশে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদের সভাপতি ইউনুস আলী, সাধারণ সম্পাদক মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, মোঃ আনোয়ার হোসেন, মোঃ রকিবুল হোসেন, আব্দুল করিম, আব্দুল মথ্রিকুল রহমান ফরিদ, আনোয়ার হোসেন বাদল, বাছেদ মিয়া, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ এর অঙ্গসংগঠন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মোঃ মাহমুদুর রহমান খান (বিপ্লব), সাধারণ সম্পাদক মো. রাশেদ খান মেনন (রাসেল), এম এ মামুন নাহিদ, মোঃ আতিকুর রহমান, মো. আহ আলম, মো. রুবেল আনছারি, ইঞ্জিনিয়ার জাহিদ রানা, আপেল, মো. নাসির উদ্দিন, মো. হাবিব খান, ইকবার চৌধুরি, বিভাস কৃষ্ণ চৌধুরী, জহিরুল, জিয়াদ সিদ্দিক, মো. মামুন খান, মো. মাসুদ পারভেজ, অলিদ হাসান শাকিল, শাহাদত হোসেন প্রমুখ। প্রতিবাদ সমাবেশে বক্তারা, টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বীর মুক্তিযোদ্ধা শাহজাহান ভূঁইয়ার মুক্তিযোদ্ধা সনদ ছিঁড়ে ফেলার ঘটনায় জড়িত চিকিৎসক শহীদুল্লাহ কায়সারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।