টাঙ্গাইলে জেলা প্রশাসকের কার্যালয়ে পরিবেশগত সমস্যা ও করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিতঃ
মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
টাঙ্গাইলে জেলা প্রশাসকের কার্যালয়ে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার উদ্যোগে পরিবেশগত সমস্যা ও করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে।
২০ নভেম্বর বুধবার ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ মোশারফ হোসেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ সহ অন্যান্য সুধীজন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ আব্দুর রাজ্জাক। শুভেচ্ছা বক্তব্য রাখেন বেলার হেড অফ প্রোগ্রাম খুরশেদ আলম। অনুষ্ঠানে কি নোট উপস্থাপন করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলাম। বেলা টাঙ্গাইলের ফিল্ড ফ্যাসিলিটেটর মীর জালাল আহমেদ, উর্ধতন গবেষণা কর্মকর্তা গৌতম চন্দ্র চন্দ ও সোমনাথ লাহিড়ী। অনুষ্ঠানের মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণকারীরা পরিবেশ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।