টাঙ্গাইলে জেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন
মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
টাঙ্গাইলে জেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত। জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে জেলা প্রশাসকের কার্যালয়ে ১৭ এপ্রিল সকাল ১১ টায় এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনায় অংশগ্রহন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া (ক্রাইম), পৌর মেয়র জামিলুর রহমান মিরন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনসারী, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ফজলুল হক বীর প্রতিক, প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদসহ অন্যান্য সুধীজন।
ঐতিহাসিক মুজিবনগর দিবস, ২০১৯ উদযাপন উপলক্ষে টাঙ্গাইল জেলা তথ্য অফিসের উদ্যোগে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট বিষয়ে চলচ্চিত্র প্রদর্শন করা হয়।
ইতিহাসের এই দিনটি মুক্তিযুদ্ধের ইতিহাসে একটি চিরস্মরনীয় দিন। ১৯৭১ সালের এই দিনে তৎকালীন কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম মন্ত্রিসভা শপথ গ্রহণ করে। ১৯৭১ সালের ২৬ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করেন। এর তিন সপ্তাহ পর বৈদ্যনাথতলা নামে পরিচিত ওই বিশাল আমবাগান এলাকাকেই পরে ‘মুজিবনগর’ নাম দিয়ে বাংলাদেশের অস্থায়ী রাজধানী ঘোষণা করা হয়েছিল।