টাঙ্গাইলে জেলা প্রশাসনের উদ্যোগে মাদক নিয়ন্ত্রনে র্যাবের অভিযান
মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল জেলা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে মাদক নিয়ন্ত্রনে র্যাবের মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ২০ মাদক সেবীকে আটক এবং মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে।
টাঙ্গাইলে ৬ মে রবিবার র্যাব-১২, সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদর রবিউল ইসলাম, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিট্রেট মোঃ আব্দুল করিম ও মোঃ শাহনুর আলম এর নেতৃত্বে সদর থানাধীন কান্দাপাড়া ও বেবীষ্ট্যান্ড এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ২০ জন মাদক সেবীকে ৯০ গ্রাম গাঁজা, ১৫ পিস ইয়াবা ও ০৬ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ আটক করা হয়। আটককৃত ব্যক্তিদের মধ্যে ০৫ জনকে ০৭(সাত) দিন, ০৩ জনকে ১০ (দশ) দিন, ০২ জনকে ১৫ (পনের) দিন, ০৬ জনকে ০১ (এক) মাস এবং ০৪ জন জনকে ০৩(তিন) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।