টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন
মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
টাঙ্গাইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস নানা কর্মসুচীর মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ১০ জানুয়ারি শুক্রবার সকাল ১০টায় ফুল দিয়ে জেলা আওয়ামীলীগের কার্যলয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন জেলা আওয়ামীলীগ। এরপর সকালে জেলা আওয়ামীলীগ কার্যালয় হতে শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ স্মৃতি পৌর উদ্যানে গিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল সদর-৫ আসনের স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বাসাইল সখিপুর (টাঙ্গাইল ৮) আসনের সংসদ সদস্য এডভোকেট জোয়াহেরুল ইসলাম (জোয়াহের), যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান স্মৃতি, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শাজাহান আনসারী, সাংগঠনিক সম্পাদক বাবু সুভাস চন্দ্র সাহা, সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান সোহেল, টাঙ্গাইল শহর আওয়ামীলীগের সভাপতি সিরাজুল হক আলমগীর, শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ রৌফ সহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলামের উদ্যোগে বিকাল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত জাতীয় প্যারেড গ্রাউন্ড হতে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে ক্ষণগণনা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়। আলোচনা সভা শেষে সন্ধ্যা ৭ টা থেকে রাত ৮ টা পর্যন্ত টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান জেলাবাসীকে মুগ্ধ করে।