টাঙ্গাইলে ২৯ তারিখে শুরু হবে তাবলীগী ইস্তেমা, দ্রুত গতিতে এগিয়ে চলছে কাজ
আগামী ২৯ অক্টোবর তিন দিন ব্যাপী শুরু হচ্ছে টাঙ্গাইল জেলা ইস্তেমা। এই ইস্তেমা ২৯ হতে ৩১ অক্টোবর পর্যন্ত চলবে।
ইতিমধ্যে ইসলাম প্রিয় অনেক মানুষ এই ইস্তেমার ময়দান মুসল্লিদের জন্য উপযোগী করতে খুটি ও প্যান্ডেল বানানো থেকে শুরু করে বিভিন্ন প্রকার কাজে অংশ নিচ্ছে।
টাঙ্গাইল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে টাঙ্গাইল জেলা ইস্তেমার কাজ দ্রুত গতিতে চলছে। জেলারতাবলীগী আয়োজন কারিরা বলেছেন, এ বৎসর ধারনা করা হচেছ ২-৩ লক্ষ মুসুল্লির সমাগম হবে টাঙ্গাইল ইস্তেমায়। বিদেশী মেহমান সহ বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আসবে তাবলীগী সাথীরা। আর এখান থেকেই সারা বিশ্বে দিনের দাওয়াত নিয়ে বেরিয়ে যাবেন ইসলাম প্রিয় মানুষেরা। টাঙ্গাইল জেলা তাবলীগী মুরব্বি মাওলানা আব্দুল হাই বলেন, বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হওয়ার পরও মুসল্লিদের জায়গা সঙ্কুলান হয় না। এতে মুরব্বিরা সিদ্ধান্ত নিয়েছেন, ৩২ জেলাকেই দুই পর্বে ভাগ করে ইস্তেমা অনুষ্ঠিত হবে। ৩২ জেলার মধ্যেও টাঙ্গাইল জেলার নাম না থাকায় এবার টাঙ্গাইলের মুসুল্লিরা এ বছর বিশ্ব ইস্তেমায় অংশ নিতে পারছে না। পরবর্তী বছর অবশিষ্ট ৩২ জেলার মুসল্লিরা বিশ্ব ইস্তেমায় অংশ নেবেন। দাওয়াতের কাজ চলমান রাখতে টাঙ্গাইলে জেলা ভিত্তিক ইস্তেমার আয়োজন করা হয়েছে। তালিকায় না থাকা অন্যান্য জেলাতেও জেলাভিত্তিক ইস্তেমা হতে পারে। ইস্তেমা শুরু থেকে শেষ পর্যন্ত সমবেত মুসল্লিদের সার্বিক নিরাপত্তা দিতে প্রস্তুত রয়েছে জেলা প্রশাসন।