টাঙ্গাইলের নাগরপুরে মুক্তিযুদ্ধের চেতনায় বই বিতরণ, সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত
মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
“মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে সামনে চলি, নতুন প্রজন্মের সোনার বাংলা গড়ি” শ্লোগানকে সামনে নিয়ে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড। এরই ধারাবাহিকতায় গতকাল শনিবার দুপুরে উপজেলার সহবতপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে মুক্তিযুদ্ধভিত্তিক বই বিতরণ, সমাবেশ ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
পাকিস্তানী হানাদার বাহিনীর বর্বরতা ও মুক্তিযোদ্ধের বীরত্বের ইতিহাস’সহ বাঙ্গালির মুক্তির সংগ্রামের প্রাণপুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্ম্পকে অবহিত করার লক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমাবেশের পূর্বে জাতীয় সংগীত গেয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। পরে শিক্ষার্থীদের সাথে মুক্তিযুদ্ধভিত্তিক ইতিহাস নিয়ে আলোচনা করা হয়। এসময় শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’সহ মুক্তিযুদ্ধ ভিত্তিক বই বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুজায়েত হোসেন, সহবতপুর উচ্চ বিদ্যালয় কমিটির সভাপতি আনিছুর রহমান আনিছ, বিটিভির সংবাদকর্মী আছাব মাহমুদ’সহ অন্যান্য সুধীজন। সমাবেশ শেষে শিক্ষার্থীদের নিয়ে একটি শোভাযাত্রা বের করা হয়।
কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।