টাঙ্গাইলের মির্জাপুরে মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ডের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
“কোটা বিরোধী আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং মুক্তিযোদ্ধা ও তাদের সন্তান’সহ পরিবারের সদস্যদের সুরক্ষার আইন প্রণয়নের দাবিতে” টাঙ্গাইলের মির্জাপুরে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দ মানববন্ধন করেছেন। উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় মঙ্গলবার সকালে প্রায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তঅর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ড আয়োজিত এ মানব বন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বিশ^াস দুর্লভ চন্দ্র, সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক (বি.এস.সি), বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মাস্টার, বীর মুক্তিযোদ্ধা আম্বার আলী খান, মুক্তিযোদ্ধার সন্তান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তৌফিকুর রহমান তালুকদার রাজিব, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক সাজজাদ হোসেন, যুগ্ম-আহ্বায়ক হোসনি জুবাইরি প্রমুখ। সে সময় বিভিন্ন ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডারগণ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ও তাদের পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যের মাধ্যমে দেশবিরোধীদের প্রতি ধিক্কার জানায় এবং দেশের সার্বিক উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
সে সময় মুক্তিযোদ্ধারা কোটা সংস্কারের নামে মুক্তিযুদ্ধ চেতনা বিরোধী চক্রান্তকারীদের কুটুক্তির তীব্র প্রতিবাদ জানান। সেই সাথে দেশের সকল রাজাকারের সম্পদ বাজেয়াপ্তসহ রাজাকারদের সন্তানদের চাকুরীচ্যুত করার দাবিও জানান। অন্যথায় আগামীতে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বীর মুক্তিযোদ্ধারা। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।