ডিমলায় বসত বাড়ীতে অগ্নিসংযোগ,আহত ৩
এস কে রায়, নীলফামারী প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
ডিমলায় জমি সংক্রান্ত বিরোধে ধাওয়া পাল্টা ধাওয়া ও বসত বাড়িতে অগ্নিসংযোগ দেওয়া হয়। পুলিশের লাঠি চার্জ মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।
ঘটনাটি ডিমলা উপজেলার সদর ইউনিয়নের উত্তর তিতপাডা গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে তফিজুল ইসলামের সাথে একই গ্রামের মৃত তহিমুদ্দিনের ছেলে লুৎফর রহমান এর দক্ষিন তিতপাডা মৌজার ৭৩২ নং খতিয়ানের ২৮৪৪ নং দাগে ০৬ শতক জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। সম্প্রতি উক্ত জমিতে তফিজুল বসত বাড়ি নির্মান করে বসবাস করে আসছিলো।
রোববার দুপুরে লুৎফর রহমানসহ ২০/৩০ জন লোক নিয়ে অতর্কিত তফিজুলের বসত বাড়িতে স্বশস্ত্র হামলা চালিয়ে বসত বাড়িতে অগ্নি সংযোগ করে দুটি ঘর পুড়িয়ে দেয়।
এ সময় তারা মতিয়ারের বিধাবা স্ত্রী তফিয়া বেগম (৫০),তফিজুলের স্ত্রী ফেরদৌসী (৩০) ও মফিজুলের স্ত্রী স্বপ্না (২৫) কে পিটিয়ে আহত করে। আহতদের ডিমলা হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
ডিমলা থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনা স্থানে গিয়ে লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।