ডুমুরিয়ায় নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের দায়ে নৌকা সমর্থনের কর্মীসহ ১০ জনকে জরিমানা
বিশেষ প্রতিনিধি, খুলনা । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
ডুমুরিয়ায় উপজেলা পরিষদ নির্বাচনে আচরণ বিধি ভঙ্গের দায়ে সরদার আবু সালেহ নামে নৌকা সমর্থনের এক কর্মীসহ ১০জনকে ১০ হাজার ৬’শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার বিকালে মাগুরখালী-কাঁঠালতলা সড়কে খুলনা জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা ও মোঃ ইমরান খান এ অভিযান পরিচালনা করেন। জানা যায়, নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ করে মোস্তফা সরোয়ারের নৌকা সমর্থনের কর্মী সরদার আবু সালেহ শোডাউন করছিলো। এসময়ে জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেটদ্বয় ঘটনাস্থলে উপস্থিত হয়ে উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা ২০১৬ এর ৩২ ধারা মোতাবেক মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে নগদ ২ হাজার টাকা জরিমানা করে আদায় করেন। এছাড়া একই ধারায় ভাইস চেয়ারম্যান প্রার্থী বই মার্কার কর্মী সুজন কুমার সাহাকে ১ হাজার ৫’শ টাকা, বল মার্কার কর্মী সোহেল মাহমুদকে ৩ হাজার টাকা এবং মটরযান আইনে আব্দুল হালিম সরদারকে ২’শ টাকা, গোলাম রসুলকে ১ হাজার টাকা, এনামুল শেখকে ৫’শ টাকা, আল আমিনকে ৩’শ টাকা, শেখ ফয়সাল হোসেনকে ৩’শ টাকা, শংকর সরকারকে ১ হাজার টাকা ও মনিরুল ইসলামকে ৮’শ টাকা জরিমানা করা হয়েছে।