ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিভিন্ন অংশে খানা খন্দের কারনে যাত্রীদের চরম দূভোর্গ॥ ঈদে যানজটের আশংকা
মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন অংশে খানা খন্দের কারনে যাত্রীদের চরম দূভোর্গ পোহাতে হচ্ছে। আসন্ন ঈদে মারাত্মক যানজটের আশংকা করছে যাত্রী সহ পরিবহন ব্যবসার সাথে সংশ্লিষ্টরা।
যানবাহনের অতিরিক্ত চাপ ও সড়কের খানা-খন্দের কারনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট
নিত্যদিনের ঘটনা। বর্তমান বর্ষা মৌসুম আর চারলেন প্রকল্পের কাজ চলমান থাকায় এ
মহাসড়কে এবার ঈদ যাত্রায় চরম যানজট ও ভোগান্তির আশংকা দেখা দিয়েছে। এ নিয়ে
উদ্বেগ আর উৎকন্ঠার সৃষ্টি হয়েছে উত্তরবঙ্গসহ ২১ জেলার দুরপাল্লার যাত্রী আর পরিবহন
চালকদের মাঝে। যদিও ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা ও মহাসড়ক যানজটমুক্ত রাখতে
নানা উদ্যোগ গ্রহন করেছে স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্টরা।
গাজিপুরের চন্দ্রা থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত প্রায় ৬৫ কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে দীর্ঘ যানজটের কবলে পড়ে প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হয় সাধারন মানুষের। বর্ষা মৌসুমে বৃষ্টির কারনে মহাসড়কের কদিমধল্যা, পাকুল্যা, নাটিয়াপাড়া, টাঙ্গাইল বাইপাস, ধেরুয়া, ঘারিন্দা বাইপাস, রসুলপুর ও এলেঙ্গাসহ বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বিশেষ করে টাঙ্গাইলের নগর জলফৈ বাই পাস, রাবনা বাই পাস, পাছ বিক্রমাহটি, পুংলি ব্রিজ থেকে এলেঙ্গা বাজার পর্যন্ত রাস্তা খানা খন্দে ভর্তি।
একই সাথে চলছে মহাসড়ক চারলেনে উন্নিতকরনের কাজ। আর এসব কারনেই যানজটের
সৃষ্টি হচ্ছে বাড়ছে যাত্রী ভোগান্তি ।
নগরজফৈ বাই পাস থেকে এলেঙ্গা পযন্ত খানা-খন্দে ভরা রাস্তা প্রসঙ্গে এলেঙ্গা হাই ওয়ে পুলিশের পরিদর্শক আ ম একরামুল ইসলাম বলেন,“রোডর্স এন্ড হাই ওয়েজের সাথে আমাদের একটা সমন্বয় আছে। তারা যদি আট (৮) তারিখের মধ্যে কাজটি বুঝিয়ে দিতে পারে এবং খানা-খন্দ যেখানে যে অবস্থায় আছে, সেটা যদি রিপেয়ার করে দিতে পারে আমরা আশা করছি এখানে এবার ভালো ঈদে ঘর মুখো মানষ নির্বিঘ্নে ফিরতে পারবে”।