তানোর উপজেলাতে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে
সৈয়দ মাহামুদ শাওন, তানোর উপজেলা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
রাজশাহী জেলা তানোরে চলতি রবি মৌসুমে ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি পুর্নবাসন ও প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
১৩ এপ্রিল মঙ্গলবার উপজেলা পরিষদ চত্ত্বরে স্থানীয় সাংসদের পক্ষে তার প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কৃষি উপকরণ বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবু বাক্কার ও সোনীয়া সরদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথ, উপজেলা কৃষি কর্মকর্তা শামিমুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) প্রকৌশলী তারিকুল ইসলাম ও উপজেলা বিসিআইসি সার ডিলার সমিতির সভাপতি মোহাম্মদ আলী বাবু প্রমুখ।
তানোরের ৭টি ইউনিয়ন পরিষদ ইউপি ও ২টি পৌরসভার উপকারভোগী কৃষকের মাঝে বিনা মুল্য৷ সার-বীজসহ ১৩ প্রকারের কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।