নীলফামারীতে তামাক চাষীদের সমাবেশ
সনৎ কুমার রায়, নীলফামারী প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
বিড়ি শিল্পের ওপর অযৌক্তিক কর নির্ধারণ করে কুটির শিল্প বিড়িকে ধ্বংসের চক্রান্তের প্রতিবাদে নীলফামারীতে তামাক চাষীরা সমাবেশ করেছে।
“আগামী দুই বছরের মধ্যে বিড়ি শিল্প বন্ধ করতে চাই” অর্থমন্ত্রীর ওই বক্তব্যের প্রতিবাদে তামাক চাষী সমিতি নীলফামারী অঞ্চলের আয়োজনে আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে শহরের বড় মাঠে ওই মানববন্ধন সমাবেশ করেন তামাক চাষীরা।
পরে সেখানে জেলা তামাক চাষী সমিতির সভাপতি হামিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন, জেলা তামাক চাষী সমিতির সহ সভাপতি মো. সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মাসুম ফকির, সদস্য বিকাশ চন্দ্র রায়, আমজাদ হোসেন, নিতাই চন্দ্র রায় প্রমুখ।
- কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।