‘তারেক রহমানকে পাসপোর্টের জন্য নতুনভাবে আবেদন করতে হবে’
অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে বর্তমানে বাংলাদেশের কোনো পাসপোর্ট নেই জানিয়ে ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাসুদ রেজওয়ান বলেছেন, দেশে ফিরতে তাকে (তারেক রহমান) ট্রাভেল পাস সংগ্রহ করতে হবে।
বৃহস্পতিবার বেলা ১১টায় পাসপোর্ট অধিদফতরের আগারগাঁও ডিআইপি সদর দফতরে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
তারেক রহমান সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় আবেদন করলেও নতুন পাসপোর্ট পাবেন না বলেও জানান মেজর জেনারেল মো. মাসুদ রেজওয়ান।
তিনি বলেন, তারেক রহমানের কাছে যে পাসপোর্ট ছিল, সেটি ২০১৪ সালে জমা দিয়েছেন। এরপর নতুন করে পাসপোর্টের জন্য আর কোনো আবেদন করেননি তিনি। পাসপোর্ট ছাড়াই তিনি যুক্তরাজ্যে অবস্থান করছেন।
এক প্রশ্নের জবাবে মহাপরিচালক আরও বলেন, তারেক রহমান নতুন করে আবেদন করেছেন কিনা তা আমার জানা নেই। তবে আবেদন করলেও আইন অনুযায়ী তিনি নতুন পাসপোর্ট পাবেন না। কারণ আইনে রয়েছে, আবেদনকারী দরখাস্ত পেশের তারিখ থেকে আগের পাঁচ বছরের ভিতরে যেকোনো সময় বাংলাদেশের যেকোনো আদালত দ্বারা নৈতিক স্খলনজনিত কারণে সাজাপ্রাপ্ত অথবা ন্যূনতম দুই বছরের দণ্ডপ্রাপ্ত হলে তিনি পাসপোর্ট পাবেন না।