তিস্তায় লাল সংকেত

এস কে রায়, নীলফামারী প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

তিস্তার পানি এখন বিপদ সীমার ৪২ সেন্টিমিটার উপর দিয়ে ডালিয়া পয়েন্টে প্রবাহিত হচ্ছে । নিম্নাঞ্চলের মানুষজনকে নিরাপদ স্থানে সরিয়ে যেতে বলা হয়েছে । চলছে মাইকিং । তিস্তায় দেখানো হয়েছে লাল সংকেত । হুমকীর মুখে ব্যারাজের বাইপাস সড়কটি যে কোন মুহুর্তে ধ্বসে যেতে পারে বলে জানিয়েছেন পাউবো’র নির্বাহী প্রকৌশলী।  নীলফামারীর ডিমলা উপজেলার  পশ্চিম ছাতনাই, পূর্ব ছাতনাই, খগাখড়ি বাড়ী, ডালিয়া ও ঝুনাগাছ চাপানী ইউনিয়নে বন্যার পানি প্রবাহিত হওয়ায় শিক্ষা প্রতিষ্টানসহ বাড়ীঘর ও আবাদী জমি পানিতে ডূবে গেছে । জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী, শৌলমারী এবং কৈমারী ইউনিয়নের ৯টি ওয়ার্ডের প্রায় ২০ হাজার মানুষ পানি বন্দি অবস্থায় দিনযাপন করছে  । যার ফলে এসব এলাকায় পানি বৃদ্ধি হওয়ায় প্রায় ৬০হাজার পরিবার পানি বন্দি । বসতভিটা, আবাদি জমি, গবাদী পশু ও মৎস্য খামারীদের মাছ পানিতে ভেসে গেছে । এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয় বলে মৎস্য খামারীরা জানায় । জলঢাকার গোলমুন্ডা ইউনিয়নে ভাবুনচুর মহা বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানগুলোতে ৫ থেকে ৬ ফিট পানি উঠার কারনে সাময়িক পরিক্ষা অনিদিষ্টকালের জন্য বন্ধ আছে ।


  • কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!