দখল হয়ে গেছে টাঙ্গাইলের খরস্রোতা খাল
মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
ধলেশ্বরী ও লৌহজং নদী থেকে কয়েকটি খালের উৎপত্তি। খালগুলি টাঙ্গাইল শহরের পাশ দিয়েই বয়ে গেছে। লৌহজং নদীর থেকে কালিপুর এলাকার দুই পাশ দিয়ে দুই খাল প্রবাহিত হয়েছে। সন্তোস, অলোয়া ভবানী, সাকরাইল ও গইজাবাড়ির সেই খাল এখন প্রভাবশালীরা দখল করে বাড়ী ঘর নির্মান করেছে। এতে করে বন্ধ হয়ে গেছে পানি নিস্কাসন ব্যবস্থা। ময়লা অবজর্নায় এলাকার পরিবেশ হয়ে গেছে দুষিত।
স্থানীয়রা জানান, এক সময় এ খাল গুলো ছিল খরস্রোতা। এখানে দেখা যেত জলজ প্রানী। পাওয়া যেত মাছ। এছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা বড় বড় নৌকা নিয়ে ব্যবসা করতে আসা যাওয়া করতো এ খাল গুলো দিয়ে। সারা বছরই এই খালে পানি থাকতো। এই পানি দিয়েই চলতো কৃষি কাজ। দখল হয়ে যাওয়ার কারনে কৃষি জমিতেও এখন বিরুপ প্রভাব পরছে। তাদের দাবী এ খাল দুটি দখলমুক্ত করে আগের অবস্থায় ফিরিয়ে দেয়ার। এ বিষয়ে তারা প্রধানমন্ত্রী দৃষ্টি আর্কষন করেছেন।
টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন নদী ও খাল দখল বন্ধ করতে অচিরেই ব্যবস্থা গ্রহণ শুরু হবে। কোন ভাবেই নদী ও খাল দখল করতে দেয়া হবেনা প্রয়োজনে আইনানুগ সকল ব্যাবস্থা গ্রহন করা হবে বলেও তিনি জানান।