পঞ্চগড়ে শেষ হলো দিনব্যাপী জব ফেয়ার
নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে কারিগরি প্রশিক্ষণ সম্পন্নদের নিয়ে দিনব্যাপী জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে।
৬ জুলাই (শনিবার) সকাল ১১টায় দিনব্যাপী এ জব ফেয়ার (চাকুরী মেলা) পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ হল রুমে অনুষ্ঠিত হয়।
জব ফেয়ার অনুষ্ঠানে পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজর চীফ ইন্সট্রাক্টর (ইলেকক্ট্রিক্যাল) প্রকৌশলী আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পঞ্চগড় আমদানী-রপ্তানীকারক এসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা, স্ট্যান্ডার্ড গ্রুপের উর্ধতন কর্মকর্তা এস এম আশরাফুল ইসলাম, পঞ্চগড় জেম জুট লিমিটেডের এক্সক্লুসিভ এইচ,আর মাহফুজ ইসলাম তিতাস,আজাদ কম্পিউটার লিঃ চেয়ারম্যান জুনায়েদ হোসেন আজাদ প্রমুখ।
দিনব্যাপী এই জব ফেয়ারে পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে স্কিলস্ ফর এমপ্লয়মেন্ট ইনভেষ্টমেন্ট প্রোগ্রাম (SEIP) প্রজেক্টের অধিনে প্রশিক্ষণ প্রাপ্ত সহ মোট ২৫০ জন চাকুরী প্রার্থী অংশ নেয়। দেশের বিভিন্ন স্থানের ৩টি বেসরকারি প্রতিষ্ঠান যোগ্য প্রার্থীদের যোগ্যতার ভিত্তিতে চাকুরিতে নিয়োগের উদ্দেশ্য জব ফেয়ারে অংশ নেয়।
মৌখিক সাক্ষাতকারের মাধ্যমে চাকুরীর প্রার্থীদের এখান থেকে নিয়োগ পত্র দেয়া হবে বলে জানান চীফ ইন্সট্রাক্টর (ইলেকক্ট্রিক্যাল) প্রকৌশলী আব্দুল কুদ্দুস।
এদিকে প্রধান অতিথির বক্তব্যে পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম বলেন ‘বর্তমান সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশী গুরুত্ব দিয়ে বিভিন্ন কার্যক্রমের উদ্যোগ নিয়েছে এতে শিক্ষিত বেকাদের সুযোগ মিলছে কর্মসংস্থানে। তিনি আরো বলেন, ‘সরকার যুবকদের এমন প্রশিক্ষনের ব্যবস্থা গ্রহন করায় জব ফেয়ারের মাধ্যমে প্রশিক্ষণকারী প্রার্থীরা চাকুরী নিতে পারছেন ‘।