দিনাজপুরে সোনালিকা ডে বার্ষিক সার্ভিস ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
দিনাজপুর প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
দিনাজপুরের চিরিরবন্দরে দিনব্যাপি ট্রাক্টরের মালিক ও কর্মচারীদের নিয়ে সোনালিকা ডে বার্ষিক সার্ভিস ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১২ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে চিরিরবন্দর উপজেলার কেন্দ্রীয় ঈদগা মাঠে এসিআই মটরস এর আয়োজনে সভা অনুষ্ঠিত হয়। সোনালিকা ডে উপলক্ষ্যে ট্রাক্টরের চালকদের নিয়ে বিভিন্ন গেম শো ও অন্যান্য বিনোদন মূলক অনুষ্ঠানের আয়োজন করে। গেম শো শেষে বিজয়ীয়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সোনালীকা ডে এর সারাদিন ব্যাপী অনুষ্ঠান এসিআই মটরস ও কাস্টমারদের মাঝে এক মিলন মেলার সৃষ্টি করে।
এসময় উপস্থিত ছিলেন রিজিয়নাল ইনচার্জ অরুন কান্তি বিশ্বাস, রিজিওনাল সার্ভিস অফিসার মো: হাসানুর জামান,টেরিটরি ইনচার্জ মাহাফুজুর রহমান প্রমূখ।
দিনব্যাপী সোনালিকা ট্রাক্টরের মালিক ও ড্রাইভারদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। সেই সাথে সকল ট্রাক্টরের ফ্রি সার্ভিস এবং আকর্ষণীয় ছাড়ে পার্টস বিক্রি করা হয়।
দিনব্যাপী সোনালিকা ট্রাক্টরের মালিক ও ড্রাইভারদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। সেই সাথে সকল ট্রাক্টরের ফ্রি সার্ভিস এবং আকর্ষণীয় ছাড়ে পার্টস বিক্রি করা হয়।
- কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।