রনজু চৌধুরী’র কবিতা-দুখু মিয়া
দুখু মিয়া
——- রনজু চৌধুরী
তোমার দুঃখ জাগানিয়া গান
এখন আর দুঃখ দেয় না
তোমার বিদ্রোহী সুরে
আজ আত্মসমর্পণের ঢেউ
এখানে সবাই জড়
প্রতিবাদী দুঃসাহসী নেই কেউ।
অথচ এমন একদিন ছিল
তোমার উদাত্ত উন্মত্ত আহবানে
বণিক বেনিয়া বৃটিশের
কেঁপেছিল ভিত
হয়েছিল মুক্তিপাগল
এদেশের মানুষেরই জিত।
এখানে এখন সবাই চাঁদকে চায়
কেউ চায় না জোছনার স্নিগ্ধতা
গীত শেষে বীণার তারে
ঝংকৃত হয় মনের শূন্যতা।
প্রিয়ার খোপায় কেউ খোঁজে না
তারার ফুল সবাই ব্যস্ত এখন
জীবন জীবিকায় নেই অবসর
সময় দিতে হিয়ায় দোল।
তোমার বিপ্লবী বাঁশির সুরে
ঘুমিয়ে সবাই দিবা স্বপ্নে বিভোর
ক্লান্ত পথ ভ্রান্ত হে পথিক
সামনে বিপদ যে ঘনঘোর
তাই হে দুখু মিয়া
তুমি এসো—আবার এসে
তোমার ভৈরবী মন্ত্রে-তন্ত্রে
উজ্জীবিত করো—
ছিন্ন করো অবসন্নতার বেড়াজাল
ছিনিয়ে আনো উজ্জ্বল ভোরের সকাল।