কবিতা ।। দুরত্ব দৃষ্টির সীমানা
দুরত্ব দৃষ্টির সীমানা
——– সেলিনা জাহান প্রিয়া
মায়াবী চাহুনীতে আকর্ষণ করেছিলে আমার দৃষ্টি
হাজারো ভিড়ের মধ্যেও আমি সেই সেই নয়ন চিনি
তারপর থেকে মনে হয় যেন তোমাকেই এই আমি ই
যুগ যুগ ধরে অনন্ত কাল ধরে দেখে এসেছি একাকী।
———————————–
তোমার চঞ্চল আখি আমাকেও চঞ্চল করে তুলে
জড়োসরো হয়ে থাকা মন তোমার জন্য ব্যাকুল হয়
ভাবুক মনের আঙিনায় উকি দেয় মেঘের রোদ
পাগলামো বাঁধন হারা গতিতে খুজে ফেরী সেই দৃষ্টি ।
——————————-
প্রেমে ডুবে থাকা চোখ তোমাকে নিয়ে স্বপ্ন দেখে সবুজ
মনের ব্যাকুলতা,কত রূপ কত পরিবর্তন আসে যায়
আমি পার্বতী,চন্দ্রমুখী,ক্লিওপেট্রা,লাবন্য,হৈমন্তী,অপ্সরী
সব চরিত্রই যেন তোমার সামনে হই সেই আনার কলি ।
————————————-
দূর থেকে তোমার সেই দৃষ্টি পাগল করে,মোহিতোও করে
ধীরে ধীরে দূরের সেই তুমি কখন যে কাছে চলে আসো
আমার মনের গভীরেরও গভীরে প্রবেশ মনের সম্রাট হয়ে
বুঝতেও পারিনা মনেমনে তোমার রানি সেজে বধূ হয়ে রই ।
—————————————-
আমার মধ্যে,আমার জগতে, আমার চিন্তা চেতনা সব তুমি
তোমাকে কল্পনায় আমার মধ্যেই বন্দি করে রাখি,আমিত্বতে
তোমার মাঝে আমি শতবার বরন করি আমার ভালবাসা .
আমি ভুলে যাই দুরত্বটা তোমার দৃষ্টির সেই সীমানার মায়ায় ।