ক্ষমতা হারালে দেশ ছেড়ে পালাতে হবে: কাদের

 

 

অনলাইন ডেস্ক  কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

সরকার ক্ষমতা হারালে দেশ ছেড়ে পালাতে হবে বলে নেতাকর্মীদের সতর্ক করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার নগরীর ‘কিং অব চিটাগং কনভেনশন হলে’ চট্টগ্রাম নগর আওয়ামী লীগের প্রতিনিধি সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন।

দলের নেতাকর্মীদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘সরকার ক্ষমতা হারালে নেতাকর্মীদের দেশ ছেড়ে পালাতে হবে। তাই সময় থাকতে অবৈধভাবে উপার্জন করা অর্থ দেশের উন্নয়নের জন্য ব্যয় করুন।’

তিনি বলেন, ‘অবৈধভাবে উপার্জিত অর্থ দিয়ে কী করবেন, যদি দল ক্ষমতায় না থাকে? দলকে ক্ষমতায় রাখতে এবং আগামী নির্বাচনে যাতে আওয়ামী লীগ আবারও জনগণের ভোটে ক্ষমতায় আসে, সে জন্য এসব অর্থ দেশের জন্য, জনগণের উন্নয়নের জন্য ব্যয় করুন।’

হেফাজত-আওয়ামী লীগ সম্পর্ক প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির এ বছরও হেফাজতকে দিয়ে আরেকটি শাপলা চত্বর করানোর খায়েশ ছিল। কিন্তু প্রধামন্ত্রীর বিচক্ষনতায় তা চূর্ণবিচূর্ণ হয়ে গেছে। সরকার কওমি মাদ্রাসার স্বীকৃতি দিয়েছে। কওমি শিক্ষাব্যবস্থাকে শিক্ষার মূলধারায় নিয়ে এসেছে।’

উৎস-যুগান্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!