তেঁতুলিয়ায় যুবকের দেহবিহীন মাথা উদ্ধার
নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গত শুক্রবার (১৮ অক্টোবর) মাথাবিহীন একটি লাশ উদ্ধারের পর মঙ্গলবার (২২ অক্টোবর) কাটা মাথা উদ্ধার করা হয়েছে।
উপজেলার সদর ইউনিয়নের আজিজনগর এলাকার বাংলা টি কারখানা সংলগ্ন বাংলাবান্ধা-পঞ্চগড় জাতীয় মহাসড়কের পূর্ব পাশে চা বাগান থেকে মঙ্গলবার অজ্ঞাত পরিচয়ের গলিত দেহবিহীন মাথাটি উদ্ধার করেছে পঞ্চগড় গোয়েন্দা বিভাগ (ডিবি)পুলিশ।
গত শুক্রবার (১৮ অক্টোবর) উপজেলার নিরনই হাট ইউনিয়নের ব্রম্মতোলে মাথাবিহীন লাশ উদ্ধার করে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ।
এদিকে স্থানীয়রা ধারণা করছে, উদ্ধার হওয়া গলিত মাথাটি, কয়েক দিন পূর্বে উদ্ধার হওয়া মাথাবিহীন লাশটির হতে পারে বলে ধারনা করছেন ।
স্থানীয়রা জানান, সকালে আজিজ নগর এলাকার চা চাষী নুরুল ইসলাম তার চা বাগানে চা পাতা তোলার সময় হঠাৎ বাগান থেকে দূর্গন্ধ বের হলে কাছে গিয়ে নুরুল ইসলাম দেখতে পায় মানুষের গলিত মস্তষ্ক। বিষয়টি দ্রুত পুলিশকে জানালে তারা চা বাগান থেকে মাথাটি উদ্ধার করে।
এ বিষয়ে পঞ্চগড় গোয়েন্দা বিভাগের (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গলিত অবস্থায় অজ্ঞাত ব্যক্তির দেহবিহীন মাথা উদ্ধার করেছি, তবে এটি কার এখনো বলা যাচ্ছে না।
এ ঘটনায় সন্দেহভাজন আ. বারেক (৪৫)ও রুবেল (৩৫) নামে দুজনকে আটক করেছে পুলিশ।