রওশন হাসান এর কবিতা-দোঁহে ফিরে পাই

 

 

দোঁহে ফিরে পাই

——————–  রওশন হাসান

 

আমি ক্রমেই আচ্ছ্বন্ন হচ্ছি আহবানে
আগমনী স্রোতধারায়
ঘরময় ইন্দ্রিয় ঘ্রাণ খুঁজে ফিরি আলিঙ্গনের
স্হানকাল ভেদ করে প্রকোষ্ঠ আবর্তনে
সমরস, সাধনা বন্টনে
যতদূর যেতে হয় কবিতা যাপনে
যাপিত স্বত্বার নির্বিবাদী উন্মেষ আবেদনে l

গতিময় নির্নিমেষ চেতনায় পরস্পরের কাছে আসা
সৌরতারার জ্বলন্ত আলোর পশ্চাতেও জমা আছে
রাত্রির কালো হাত, চূর্ণ ফাগুনের দ্রোহ
র্ময়দানে আঁতেলদের সমকক্ষ বিড়ম্বনা
ঘোরদৌড়ে উন্মাদ উপাধি ও খ্যাতির নেশায়
মাঝে মাঝে ক্রোধতাড়িত হই উদ্ধত আচরণে
কোমলতাহীন তিরস্কারের কাঁটাতারে প্রাণ যায় কবিতার
তবুও আমি ও কবিতা বেঁচে আছি, থাকবো সমগ্রতায়
ছায়া ও অছায়ায় পাশাপাশি ছুঁই
সহস্রতার পথে ঝর্ণা কলমে এক থেকে দুই
কখনও শুভ্র বিছানায়, কখনও কন্টাকাকীর্ণ দুজনায়
দুজনে গেঁথে আছি দোঁহে, মানসলোকে
বাতাসে তারই সংকেত ভেসে আসে
বোধনের মিলনাতীত আশ্বাসের অন্বেষণে l

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!