ধানমণ্ডিতে যুবলীগ-শিক্ষার্থী ধাওয়া-পাল্টা ধাওয়া
অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
আজ শনিবার দুপুরে রাজধানীর ধানমণ্ডির ঝিগাতলায় আওয়ামী লীগ-যুবলীগ কর্মীদের সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের এ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
জানা গেছে, শিক্ষার্থীরা ধানমণ্ডি-৩ নম্বরে আওয়ামী লীগ কার্যালয়ের দিকে এগুতে থাকে। উত্তেজিত শিক্ষার্থীদের থামানোর জন্য ধানমণ্ডি কার্যালয়ে থাকা নেতাকর্মীরা শিক্ষার্থীদের ধাওয়া দেয়। পরে ছাত্ররা আবারও জড়ো হয়ে আওয়ামী লীগ-যুবলীগ নেতাকর্মীদের ধাওয়া দেয়। এতে দুইপক্ষের মধ্যে মারমুখি অবস্থানের সৃষ্টি হয়েছে।
এই ধাওয়া পাল্টা-ধাওয়ায় উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।
উল্লেখ্য, গত ২৯ জুলাই দুপুরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের অদূরে বাসচাপায় রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়। এ ঘটনায় রাজপথে নেমে ৯ দফা দাবি জানায় শিক্ষার্থীরা। এতে শিক্ষার্থীরা রাস্তায় নেমে ড্রাইভার ও গাড়ির লাইসেন্স চেক করতে থাকে। অন্যান্য দিনের মতো আজও ঢাকায় এ অভিযান চালাচ্ছে শিক্ষার্থীরা। সূত্র-কালের কন্ঠ।