নওগাঁর নিয়ামতপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত
ভূপাল চন্দ্র রায়, নওগাঁ জেলা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরেও জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস যথাযোগ মর্যাদায় পালিত হয়েছে।
বুধবার (৬ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ।
উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সেলিম উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, নিয়ামতপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান নঈম, ভাবিচা ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব ওবাইদুল হক, পাড়ইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ মুজিব গ্যান্দা, শ্রীমন্তপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজাহারুল ইসলাম বুলু, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ।
অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন হাজিনগর ইউনিয়ন পরিষদ সচিব আব্দুস সালাম, চন্দননগর ইউনিয়ন পরিষদ সচিব ইন্তাজুর রহমান, ভাবিচা ইউনিয়ন পরিষদ সচিব করমতুল্ল্যাহ মন্ডল, নিয়ামতপুর সদর ইউনিয়ন পরিষদ সচিব রাজু আহমেদ, রসুলপুর ইউনিয়ন পরিষদ সচিব মেহেদী হাসান, পাড়ইল ইউনিয়ন পরিষদ সচিব একরামুল হক, শ্রীমন্তপুর ইউনিয়ন পরিষদ সচিব মাইনুল হক প্রমূখ।