নওগাঁয় তীব্র শীত তবুও বোরো রোপণে ব্যস্ত সময় পার করছেন চাষীরা।
ভূপাল চন্দ্র রায়, নওগাঁ জেলা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
শষ্য ভান্ডার হিসেবে বিখ্যাত উত্তরের জেলা নওগাঁ। নওগাঁ জেলার এগারোটা উপজেলায় আবাদি জমি গুলোতে ইরি-বোরো চাষাবাদে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। প্রচণ্ড শীত ও কুয়াশাকে উপেক্ষা করে কৃষি কাজে মনোযোগ দিয়েছেন চাষীরা। এ বছর ধানের দাম ভালো পাওয়ায় কৃষকদের মাঝে কিছুটা আনন্দের হাসি লক্ষ্য করা গেছে।
গত কয়েকদিন থেকে সূর্যের দেখা মিলছে না। ঘনকুয়াশার সঙ্গে হালকা বাতাসে শীতের তীব্রতা বেড়েছে। প্রচণ্ড শীতে জবুথবু হয়ে পড়েছে সাধারণ মানুষ ও গৃহপালিত পশু।
নওগাঁর নিয়ামতপুরে প্রচন্ড শীতকে উপেক্ষা করে কাজ করছেন চাষিরা। কয়েকদিন দেরিতে চারা রোপণ করলে পিছিয়ে পড়তে হবে এজন্য অনেকেই শ্রমিক নিয়ে এখনই চারা রোপণ করে চলেছেন বলে জানান মাদারীপুরের পেবেন দাস।
ঠাকুরগাঁও জেলা থেকে গত কয়েকদিন হলো নওগাঁয় এসেছেন কাজ করতে মামুনুর রশিদ ও সজিব ইসলাম। তারা বলেন, সকালে অনেক কুয়াশা ও শীত থাকে। পানিতে কাজ করতে শরীর হিম হয়ে যায়। অনেক সময় আগুন পোহাতে হয়। এতো শীতের মধ্যেও পেটের তাগিদে কাজ করতে হচ্ছে। সকাল ৬টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কাজ করে সাড়ে ৩শ টাকা পাওয়া যায়। শীতের কারণে কাজ করতে না পেরে দুইদিন বসে ছিলাম।