নওগাঁয় নৌকার জয়জয়কার

 

ভূপেন্দ্র নাথ রায়, দিনাজপুর প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

নওগাঁর নিয়ামতপুর উপজেলার আট ইউনিয়নে নৌকার সাত ও একজন স্বতন্ত্রপ্রার্থী নির্বাচিত হয়েছেন।

সোমবার (৩১ জানুয়ারি) রাতে উপজেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউল হক খান বিজয়ীদের নাম ঘোষণা করেন।

বিজয়ীরা হলেন- হাজীনগর ইউনিয়নে আব্দুর রাজ্জাক, ভাবিচা ইউনিয়নে ওবাইদুল হক, নিয়ামতপুর ইউনিয়নে বজলুর রহমান নঈম, রসুলপুর ইউনিয়নে মোতালেব হোসেন বাবর, পাড়ইল ইউনিয়নে সৈয়দ মুজিব গেন্দা, শ্রীমন্তপুর ইউনিয়নে রফিকুল ইসলাম ও বাহাদুর ইউনিয়নে মামুনুর রশীদ মামুন। এরা সবাই নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে চন্দননগর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বদিউজ্জামান বদি নির্বাচিত হয়েছেন।

উপজেলায় ৮টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা এক লাখ ৯৭ হাজার ৮৪৭ জন। ৯০ কেন্দ্রের ৫৮৬ বুথে ভোটাররা ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোট দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!