নবীজীকে নিয়ে কটূক্তি: ফাঁসির দাবিতে আন্দোলনে জবি শিক্ষার্থীরা
অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নবী করিমকে (সা.) নিয়ে কটূক্তি করায় আন্দোলনে নেমেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাধারণ শিক্ষার্থীরা। কটূক্তিকারী শিক্ষার্থীর নাম ফরহাদ হোসাইন ফাহাদ। তিনি ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ১৩তম ব্যাচের বাংলা বিভাগের ছাত্র। আইডি (বি ১৭০১০১০৩৬)।
রবিবার (৭ এপ্রিল) দুপুরে কটূক্তিকারী ওই শিক্ষার্থীর স্থায়ী বহিষ্কার ও ফাঁসির দাবি জানান আন্দোলনকারীরা।
এর আগে গতকাল শনিবার ফেসবুকে এক স্ট্যাটাসে ধর্ম ও নবীজীকে নিয়ে কটুক্তি করে ওই শিক্ষার্থী।
এছাড়া গত ১৮ মার্চ ইসলাম ধর্ম এবং ফেরেশতাদের ব্যঙ্গ করে একটি পোস্ট দেন ফাহাদ। তার ওই পোস্টে বিভিন্ন আইডি থেকে কমেন্ট আসলে তাদের সাথে সে বাজেভাবে কথা বলেন।
এ বিষয়ে তার সঙ্গে কথা বলতে চাইলে তার মোবাইল ফোনটি বারবারই বন্ধ পাওয়া যায়।
এ ঘটনার প্রেক্ষিতে সাধারণ শিক্ষার্থীরা রবিবার দুপুর ১ টায় বিশ্ববিদ্যালয়ের কাঁঠাল তলায় সমাবেত হয়। শিক্ষার্থীরা স্লোগান দিতে দিতে থাকে। তারা সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে শান্ত চত্বর হয়ে বিজ্ঞান অনুষদ প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয়। তখন তারা ফাহাদের স্থায়ী বহিষ্কার ও ফাঁসির দাবি জানায়।
পরে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সহকারী প্রক্টর এসে আন্দোলনত শিক্ষার্থীদের শান্ত করে।
এ বিষয়ে সাইকোলজি বিভাগের প্রক্টর শাহীন মোল্লা উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘ফরহাদ হোসাইন ফাহাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা করা হয়েছে। কোনও সাধারণ শিক্ষার্থী চাইলেও বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করতে পারে।’