লিওয়াজা আক্তার এর কবিতা- নর্তকী
নর্তকী
——— লিওয়াজা আক্তার
নর্তকী নৃত্য করে শরীর রসিয়ে রসিয়ে ভাবে সে
কি এমন দোষ এমন উলঙ্গ নৃত্য করলে, সে তো
আনন্দ বিনোদন বিলাচ্ছে পেটের দায়ে, যারা দেখতে
এসেছে তাঁদেরও কি পেটের দায় পড়েছে, পেটের নয়
তাদের যে মনের দায় পড়েছে, সে না হয় পাপ কিনল
পয়সার বিনিময়ে, পয়সা দিয়ে ওরা তবে কেন পাপ
কিনছে, এ জগতে কে পাপ আর কে পুণ্য করছে যায়
কি তা বোঝা উপরে উপরে, শরীরের পাপ ধুয়ে যাবে
জলে মনের পাপ তবে ধুবে কোন জলে; সবাই যে ঘৃণা
করে শরীরের পাপকে, বড় সম্মান করে মনের পাপীকে
নর্তকী ভাবে আমরা পাপ করি সবার সামনে; এত বড়
কপাল নিয়ে তো জন্মায়নি করব তা গোপনে গোপনে
কিছুতেই থাকতে দেয়না তাকে অন্তরালে টেনে বের
করে আনে যে প্রকাশ্যে, কাপড় খুলে তাদেরই মুখে
মারতে হয় যারা থাকে গোপনে, নটিকে নিয়ে খেলার
লোভ কেই বা সংবরণ করতে পারে, চেনা মুখগুলো
তারা ঠিকই চেনে থেকে অচেনা গলিতে, কি বা আর
আসে যায় তাতে সবই সমান লাগে, তারচেয়ে বরং
সেই ভালো যে দুটো পয়সা বেশী গুজে দিয়ে হাতে
মিথ্যে ভালোবাসার কথা বলে, একটু খাতির যত্ন ভাল
করে পাবার আশে, একই কথা তারা রোজ রোজই
বলে, যখন যায় সুন্দরী, আদুরী কিম্বা সোনালীর ঘরে